Posts
Showing posts from September, 2020
What's app : একই নম্বর ব্যবহার করে একসঙ্গে ৪ ডিভাইস থেকে করা যাবে WhatsApp, জানেন কীভাবে? সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হচ্ছে WhatsApp। আসছে নতু নতুন ফিচার। অথচ দুইয়ের বেশি ডিভাইস থেকে এই অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। ফলে একই ব্যবহারকারীকে একাধিক নম্বরে হোয়াটস অ্যাপ খুলতে হচ্ছে। এবার সেই বাধাও কাটিয়ে ফেলছে এই মেসেজিং অ্যাপ। বাজারে আনছে নতুন ফিচার। জানা গেছে, শিগগিরই একই অ্যাকাউন্টে দুইয়ের বেশি স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন WhatsApp ইউজাররা। রিপোর্ট অনুযায়ী, একইসঙ্গে চারটি ডিভাইস থেকে এই চ্যাট অ্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার্স যুক্ত করার শেষ পর্যায়ের কাজ চলছে। শুধুমাত্র Android বা iOS নয়, ডেস্কটপেও এই নয়া ফিচার ব্যবহার করা যাবে। আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ক্রস প্ল্যাটফর্ম সিংকিং (Cross Platform Syncing) ফিচার্সে বেশকিছু পরিবর্তন এনেছে WhatsApp। এই পরিবর্তনের ফলেই একসঙ্গে চারটি স্মার্টফোন বা চারটি ডিভাইস থেকে WhatsApp-এ লগ ইন করতে পারবেন ইউজাররা। কবে থেকে মিলবে এই আকর্ষণীয় ফিচার্স? একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে। তবে চ্যাট হিস্ট্রি, চ্যাট মিউট করার ফিচার্স এবং মেসেজ ডেলিভারির মতো ফিচার্সের কাজ সেরে ফেলেছে তারা। কীবে চারটি ডিভাইসে একসঙ্গে কাজ করবে WhatsApp? বিস্তারিতভাবে না জানালেও টুইটারে একটি ছবি শেয়ার করেছে WABetaInfo। যেটা দেখে টেকস্যাভিদের ধারণা… প্রথমে ডিভাইসটিকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হবে। কন্টিনিউ অপশন আসবে, তাতে ট্যাপ করতে হবে। লগইন প্রক্রিয়া শুরু হবে। আরও জানা গেছে, ডেস্কটপের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস বা UI-কেও আরও আপডেট করছে হোয়াটসঅ্যাপ। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo। নয়া UI লাইভ হলে ডিভাইস টু ডিভাইস ডেটা শেয়ারিং লাইভ হতে পারে। সব মিলিয়ে খুব শিগগিরই গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় বেশকিছু ফিচার আনছে WhatsApp। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুত্রঃবাংলাদেশ প্রতিদিন৷ -Ayon
- Get link
- X
- Other Apps
তিন ধরনের ক্রিকেটই খেলতে চান মোস্তাফিজুর রহমান। সব ফরম্যাটে নিয়মিত হওয়ার চেষ্টা তার। সোমবার অনুশীলন শেষে এই বাঁ-হাতি পেসার বলেন, ‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। চেষ্টা করছি ফিটনেস বাড়াতে। বোলিং আরও ভালো করার জন্যও কাজ করছি। সব ফরম্যাটে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।’ করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে বোলিং কোচ ওটিস গিবসন তাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছেন। এ নিয়ে কাজ করছেন। এদিকে স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটাররা দলীয় অনুশীলনের দ্বিতীয়দিন সোমবারও দুই ভাগে ভাগ হয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। একাডেমি ভবনে যে ১০ ক্রিকেটার কোয়ারেন্টিনে রয়েছেন, তাদের মধ্যে চারজন সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও হাসান মাহমুদ একাডেমি মাঠে এদিন অনুশীলন করেন। স্কিল ক্যাম্পে থাকা ২৭ জনের দলে রয়েছেন নয় পেসার। অনুশীলনে তাসকিন আহমেদ দারুণ লাইন-লেন্থ ও গতিতে বোলিং করছেন। আল-আমিনও ভালো বোলিং করছেন। শ্রীলংকা সফরে পেসারদের ওপর গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা। দীর্ঘদিন খেলা না থাকায় সবাই টেস্ট সিরিজে খেলার জন্য নিজেদের সর্বোচ্চটা দিচ্ছেন প্রস্তুতিতে। দলীয় অনুশীলন নিয়ে মোস্তাফিজ বলেন, ‘বাড়িতে অনুশীলনের ব্যাপারটা অন্যরকম। বাইরে যা কিছুই করি না কেন, দলীয়ভাবে অনুশীলন করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাড়িতে আমরা সবাই কম-বেশি কাজ করেছি। এখানে শুরুতে কষ্ট হচ্ছিল। তবে এখন খুব ভালো লাগছে।’ মোস্তাফিজকে নিয়ে নির্বাচকদের আলাদা ভাবনা রয়েছে। একটানা তাকে না খেলিয়ে বিরতি দিয়ে খেলানোর চেষ্টা করবেন নির্বাচকরা। তবে শ্রীলংকা সফর নিশ্চিত না হওয়ায় এখনও অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে মোস্তাফিজদের।
- Get link
- X
- Other Apps
করোনা পরিস্থিতিতে আইপিএলের ১৩তম আসর বাতিল হওয়ার শঙ্কায় ছিল। তবে আরব আমিরাতে বায়ো বাবল সুরক্ষায় ইতিমধ্যে দুটি ম্যাচ হয়েছে। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর (আরসিবি) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। ক্রিকেটবোদ্ধাদের মতে, আজকের মতো এতো তারকাখচিত উপস্থিতি আর কোনো ম্যাচে নেই। আরসিবি ব্যাটিং মানেই বিরাট কোহালি এবং এবি ডিভিলিয়ার্সকে ঘিরে যাবতীয় প্রত্যাশা। এবার দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে ভিড়িয়েছে দলটি। নতুন মুখ দেবদত্ত পাড়িকলও নজড় কাড়বেন বলে ধারণা অনেকের। কেননা সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে শেষ মৌসুমে সর্বোচ্চ রানস্কোরার কর্নাটকের এই বাঁ-হাতি ওপেনার। এদিকে সানরাইজার্সের ব্যাটিংয়ে শুরুতেই তাণ্ডব চালাতে পারেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটের সেরা দশে উঠে আসা জনি বেয়ারস্টো রয়েছেন ওয়ার্নারের পরেই। তিন নম্বরে কিউই সুপারস্টার কেন উইলিয়ামসন। উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে দেখা যেতে পারে। তবে বেয়ারস্টো কিপিং করলে মিডল অর্ডারে অতিরিক্ত কোন ব্যাটসম্যানকে খেলানো নেয়া হবে তা ম্যাচ শুরুর আগেই দেখা যাবে। আজ জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা আব্দুল সামাদকে নামানো হবে কিনা সেদিকেও চেয়ে আছেন অনেকে। বোলিংয়ে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস হতে পারেন আরসিবি অস্ত্র। তবে হায়দরাবাদের হাতে টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার রশিদ খান রয়েছেন। আফগান লেগস্পিনারের উইকেট তোলার দক্ষতাই দলের সেরা সম্পদ। পাশাপাশি ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণের ওপর ভরসা করেই মাঠে নামবে সানরাইজার্স। দুই দলের সম্ভাব্য একাদশ আরসিবি: অ্যারন ফিঞ্চ, বিরাট কোহালি (অধিনায়ক), দেবদত্ত পাড়িকল/পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স, গুরকিরাত সিং, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর/শাহবাজ আহমেদ, নবদীপ সাইনি, ডেল স্টেন, যুজবেন্দ্র চাহাল। এসআরএইচ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, বিরাট সিং/প্রিয়ম গর্গ/আব্দুল সামাদ, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা/খলিল আহমেদ।
- Get link
- X
- Other Apps
১৯ সেপ্টেম্বর: টিভিতে আজকের খেলা সূচি স্পোর্টস ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২ এএম | অনলাইন সংস্করণ করোনাকালে মরুরাজ্যে শুরু হতে যাচ্ছে আইপিএল। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে আজ শুরু। এক নজরে জেনে নিই টিভি পর্দায় আজ রয়েছে যেসব খেলা- * ক্রিকেট আইপিএল ২০২০ মুম্বাই ও চেন্নাই সরাসরি, গাজী টিভি স্টার স্পোর্টস-১ ও ২, রাত ৮টা * ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন ও ওয়েস্ট ব্রম লিডস ও ফুলহ্যাম সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট-২ বিকেল ৫টা ৩০ ও রাত ৮টা ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেস আর্সেনাল ও ওয়েস্ট হ্যাম সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট-২ রাত ১০টা ৩০ ও ১টা সেরি-এ লিগ ফিওরেন্তিনা ও তোরিনো ভেরোনা ও রোমা সরাসরি, সনি টেন-২, রাত ১০টা ও ১২টা ৪৫ লা লিগা ভিয়ারিয়াল ও এইবার গেতাফে ও ওসাসুনা সেল্টা ভিগো ও ভ্যালেন্সিয়া সরাসরি, ফেসবুক লাইভ, রাত ৮টা, ১০টা ৩০ ও ১টা * টেনিস রোমা মাস্টার্স সরাসরি, সনি সিক্স, বিকেল ৪টা
- Get link
- X
- Other Apps
লাতিন আমেরিকার দেশগুলোর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আগামী মাসে (অক্টোবর) শুরু হতে যাচ্ছে। এই বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়। অবশেষে নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে এদিন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১৩ অক্টোবর পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে নেইমারের দল। এই দুই ম্যাচের জন্য গত ১৮ সেপ্টেম্বর ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। স্কোয়াডে ফিরেছেন প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো রদ্রিগোকে। এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো) ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো) মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনিহো (বার্সেলোনা) ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।
- Get link
- X
- Other Apps