মোবাইল দিয়ে ভিডিও ইডিট
মোবাইলে ভিডিও ইডিট করার জন্য কয়েকটি সেরা এপস্ রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিও কে প্রফেসনাল লুক দিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১। কাইনমাস্টার ঃ মোবাইলে ভিডিও ইডিট করার একটি সেরা এপস। এই এপস দিয়ে আপনার ভিডিওতে বিভিন্ন ইফেক্ট থেকে শুরু করে ক্রোমা কিই,মোশন পরিবর্তন ইত্যাদি কাজ করতে পারবেন।এই এপস টি ভিডিও ইডিট করার জন্য একটি বেষ্ট অপশন হতে পারে। কাইনমাস্টার প্লে স্টোর এ Available আসে।চাইলে সেখান থেকে ইন্সটল করতে পারবে। ২। ফিল্ম মেকার : ভিডিও ইডিটের জন্য আরেকটি দারুণ এপস হলো ফিল্ম মেকার।এই এপস দিয়ে আপনারা কাইনমাস্টার এর মতো ভিডিওতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন।কিন্তু এখানে ক্রোমা কিই নেই। তবে ভিডিও ইডিট করার আরো অনেক ফিচার এখানে আপনারা পাবেন। তাই আমি অনেকদিন যাবত এই এপস টি ব্যবহার করছি। ৩.এই এপস টি বিশেষত তাদের জন্য যারা বিভিন্ন যায়গার ভিডিও করেন।এই এপস টি দিয়ে আপনি খুব তারাতাড়ি এই এপস এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে ভিডিও ইডিট করতে পারবেন।এটা একটি দারুণ এপ।